DoinikBarta_দৈনিকবার্তা Gazipur-(1)- 05 April 2015-Train-Truk Accident

দৈনিকবার্তা-গাজীপুর, ০৫ এপ্রিল: গাজীপুরের কালিয়াকৈর রবিবার দুপুরে ঔষধ কোম্পানীর এক কাভার্ড ভ্যানের সঙ্গে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও দূর্ঘটনায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনটি সাময়িক যাত্রাবিরতি করে।পুলিশ, এলাকাবাসি ও ট্রেনের সহকারি চালক মো. তোফায়েল আহমেদ জানায়. গাজীপুরে কালিয়াকৈর উপজেলার সুরিরচালা এলাকাস্থিত কারখানায় যাওয়ার পথে জিসকা ফার্মাসিটিক্যাল লিমিটেডের একটি খালি কাভার্ড ভ্যান ঢাকা-রাজশাহী রেলরুটে কালিয়াকৈরের কালামপুর-বক্তারপুর সড়কে বক্তারপুর রেলক্রসিংয়ে রেল লাইনের ওপর ওঠে বিকল হয়ে যায়। দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে পৌঁছে।

এসময় ট্রেনের চালক গতি নিয়ন্ত্রণ করতে না পারায় ট্রেনটি কাভার্ড ভ্যানের মাঝখানে সজোরে আঘাত করে। এ সময় কাভার্ড ভ্যানটি ট্রেনের সঙ্গে আটকে যায়। এতে টেনে হিঁচড়ে নেয়ার পর ভ্যানটি প্রায় ৩/৪’শ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে এবং ট্রেনটি থেমে যায়। স্থানীয়রা প্রায় এক ঘন্টা চেষ্টার পর রেলপথ থেকে ভ্যানটিকে সরিয়ে নিলে দূর্ঘটনা কবলিত ট্রেনটি দুপুর দেড়টার দিকে ঢাকার পথে পূনঃরায় যাত্রা করে।গাজীপুরের জয়দেবপুর জংশনের প্রধান স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার আগে কাভার্ড ভ্যানের চালক ও সহকারীরা ভ্যান থেকে নেমে পড়ায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে অন্য কোন ট্রেনের চলাচলে বিঘœ ঘটেনি এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।