DoinikBarta_দৈনিকবার্তা  443_0

দৈনিকবার্তা-চুয়াডাঙ্গা, ২৪ এপ্রিল: মাদকদ্রব্য,নারী ও শিশু পাচার রোধ,অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে শুক্রবার চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র অধিনস্থ দামুড়হুদা থানার মুন্সীপুর তালতলা ও ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হুদাপাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা ৫ বিজিবি পরিচালক লে. কর্ণেল এসএম মনিরুজ্জামান জানান, শুক্রবার সকাল ৯ টা থেকে ১০ পর্যন্ত চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার মুন্সীপুর সীমান্তের তালতলা নামক স্থানে মেইন পিলার ৯২/৬-আর এর নিকট ও একই সময়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হুদাপাড়া নামক স্থানে মেইন পিলার ৬০/২৯-আর এর নিকট শুন্য রেখা বরাবর বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।তিনি আরও জানান, বৈঠকে মাদকদ্রব্য, নারী ও শিশু পাচার রোধ, অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।