DoinikBarta_দৈনিকবার্তা 3215

দৈনিকবার্তা-গাজীপুর, ০২ মে: গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীণ কারখানার কম্প্রেসার রুমে গত সোমবারের অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ আরো দু’জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এরা হলো আবুল হোসেন (৫০) ও দুলাল হোসেন (২৬)। এ নিয়ে ওই ঘটনায় তিনজন মারা গেছে। এর আগে ওই আগুনে দ্বগ্ধ রেহেনা আক্তার (৩০) নামের কাজের এক বুয়া ঘটনার পরদিন মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মারা যায়।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, আগুনে দগ্ধ আবুল হোসেন শুক্রবার সকালে এবং একইদিন দুপুরে দুলাল হোসেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে মঙ্গলবার ওই ঘটনায় দগ্ধ কাজের বুয়া রেহেনা আক্তারও এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উল্লেখ্য, গত সোমবার সকালে গাজীপুরে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকাস্থ নির্মানাধীন আগামী ওয়াশিং লিমিটেড কারখানার (সাবেক টেরি টাওয়েল) বয়লার রুমের গ্যাস পাইপ লিক হয়ে গ্যাস বের হচ্ছিল। পাশেই নির্মাণ শ্রমিকদের জন্য কাজের বুয়া রান্নার প্রস্তুতি নিচ্ছিল। রান্নার প্রস্তুতির একপর্যায়ে সে চুলায় আগুন ধরানোর জন্য দিয়াশলাইয়ের কাঠি জ্বালালে সঙ্গে সঙ্গে আগুন ধরে পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। এসময় কাজের বুয়াসহ ওই কক্ষে ঘুমিয়ে থাকা আরো ৬জন শ্রমিক কম বেশি আগুনে দ্বগ্ধ হয়। এরা হলো- রেহানা বেগম (৩০), ফজলুর রহমান (২৩), আবদুল মালেক (৩০), দুলাল হোসেন (২৬), জাহিদুল ইসলাম (৩৪), মোহাম্মদ ইয়াসিন (৪৫) ও আবু হোসেন (৫০)। এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়।