atok20150511191303

দৈনিকবার্তা-ঢাকা, ১২ মে: ইন্ডিয়ান প্রিমিয়াল লীগের (আইপিএল) ম্যাচে বাজি ধরার অপরাধে পাকিস্তানে ছয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় আজ প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে।

পুলিশের মুখপাত্র নিয়াব হায়দার জানান, গতকাল পুলিশের একটি দল লাহোরের গাজিবাদ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে।হায়দার জানান, গ্রেফতারকৃত ছয় ব্যক্তি গতকালের আইপিএলের ম্যাচ নিয়ে বাজি ধরার সঙ্গে জড়িত ছিল। পুলিশ তাদের কাছ থেকে কিছু নগদ অর্থ ছাড়াও সাতটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপও উদ্ধার করেছে।পুলিশ সূত্র অনুযায়ী এ বছর আইপিএল শুরু হওয়ার পর থেকেই লাহোর ও পাকিস্তানের অন্যান্য শহরে বেশ কিছু বাজিগর অবৈধ বাজির ব্যবসা চালিয়ে আসছে।