file-74

দৈনিকবার্তা-ঢাকা ১২ মে: সিরিয়ায় সেনাবাহিনীর সাথে বিদ্রোহীদের সংঘর্ষে একদিনেই কমপক্ষে ৭২ জন নিহত হয়েছে। বিদ্রোহীদের হামলার মুখে অবরুদ্ধ অবস্থায় থাকা সরকারের অনুগত প্রায় ২৫০ জনকে উদ্ধার করার সময় তাদের সাথে সৈন্যদের এ সংঘর্ষ বাধে। সোমবার পর্যবেক্ষণ গ্র“প একথা জানায়।প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আটকা পড়া এসব সৈন্য ও বেসামরিক নাগরিকদের উদ্ধারে ব্যক্তিগতভাবে অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। খবরে বলা হয়, দুই সপ্তাহ আগে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় জিসর আল- শুঘুর শহর বিদ্রোহীরা দখল করে নেয়ার পর থেকেই এসব সৈন্য ও বেসামরিক নাগরিকদের একটি হাসপাতাল কমপ্লেক্সের ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়। এদের মধ্যে উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তা রয়েছেন।মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, রোববার সকালে ওই হাসপতাল চত্বরের দুই কিলোমিটারের মধ্যে বিদ্রোহীরা ব্যাপক হামলা চালায়। এতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচন্ড যুদ্ধ বাধে।

পর্যবেক্ষণ সংস্থার পরিচালক রামি আব্দেল রাহমান এএফপিকে বলেন, সেখানে ছড়িয়ে পড়া এ যুদ্ধে কমপক্ষে ৪০ জন বিদ্রোহী ও ৩২ জন সরকারি সৈন্য নিহত হয়েছে।সেখান থেকে পালিয়ে যাওয়ার আগে অগ্রসর হওয়া সৈন্যদের কাছ থেকে বিদ্রোহীরা কতিপয় এলাকার পুনর্দখলের চেষ্টা করায় সোমবার ভোর পর্যন্ত সংঘর্ষ অব্যাহত থাকে।আব্দেল রাহমান বলেন, ওই হাসপাতাল কমপ্লেক্সের মধ্যে অবরুদ্ধ থাকা ২৫০ জনের মধ্যে ‘উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ’ প্রায় ১৫০ জন সরকারি সৈন্য এবং তাদের পরিবারের সদস্য ও কিছু বেসামরিক কর্মচারি রয়েছে।