humki

দৈনিকবার্তা-আগৈলঝাড়া (বরিশাল) ১৩ মে: বরিশালের আগৈলঝাড়ার এক সাংবাদিককে মোবাইলে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা দূবর্ৃত্তরা৷ এঘটনার পর ওই সাংবাদিকের পরিবার চরম উত্‍কন্ঠার মধ্যে রয়েছে৷ এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷

জানা গেছে, গতকাল বুধবার সকাল ১০টা ১৫মিনিটের সময় আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননীর ০১৭১৪-৮৮৯০৭০ নম্বরে ০২-৯৫৮৪৮৫০ নম্বর থেকে দু’দফায় অকথ্য ভাষায় গালাগালসহ হত্যার হুমকি দেয়৷ এঘটনার পর তার পরিবার চরম উত্‍কন্ঠার মধ্যে রয়েছে৷ গতকালই প্রবীর বিশ্বাস ননী বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন৷ যার নং- ৪৬১৷ হত্যার হুমকির ঘটনায় আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ৷