gournadi photo 001

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল) ১৩ মে: জেলার উত্তর জনপদের সর্বহারা ও হিজবুত তাওহীদ অধু্যষিত গৌরনদী উপজেলার উত্তর সাকোকাঠী গ্রামে গত দু’দিন থেকে রাতের আধাঁরে দুস্কৃতকারীদের একাধিক বৈঠক নিয়ে জনমনে আতংক দেখা দিয়েছে৷

এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, স্বাধীনতা যুদ্ধের সময়ে পিচ কমিটির সভাপতি খালেক মোল্লার পুত্র নাশকতামূলক কর্মকান্ডের মদদদাতা সামচু মোল্লা দীর্ঘ আড়াই মাস আত্মগোপনে ছিলেন৷ গত চারদিন পূর্বে সে উত্তর সাকোকাঠী গ্রামের নিজ বাড়িতে ফিরে আসেন৷ গত দু’দিন থেকে পূর্ণরায় রাতের আধাঁরে সে তার সমর্থকদের নিয়ে নিজ বাড়িতে একাধিক গোপন বৈঠক করেছেন৷ ফলে এলাকাবাসীর মধ্যে ফের অজানা আতংক বিরাজ করছে৷ সূত্রমতে, বিএনপির অবরোধের সময় গত ৭ ফেব্রুয়ারি বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর মাহিলাড়া এলাকায় ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপে তিনজনের প্রাণহানী ঘটে৷ ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সামচু মোল্লাকে গ্রেফতারের জন্য যৌথ বাহিনীর সদস্যরা রাতের আধাঁরে তার বাড়িতে অভিযান চালায়৷ ওইসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সু-চতুর সামচু মোল্লা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়৷ সেই থেকে দীর্ঘ আড়াই মাস সে আত্মগোপনে ছিলো৷