LONDON

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ জুন: যুক্তরাজ্য সফর শেষে বাংলাদেশে ফেরার দিনেও লন্ডনে প্রবল বিক্ষোভের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

বিএনপি যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা স্লোগান ও বিক্ষোভ করেন হোটেলের আশপাশের এলাকায়। এ সময় নেতাকর্মীরা ‘গো ব্যাক হাসিনা’, ‘ডাউন ডাউন হাসিনা’, ‘কিলার হাসিনা গো এ ওয়ে’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরের ছয় দিনই বিক্ষোভ আর প্রতিবাদের মুখে পড়েন। সফর শেষে দেশে ফেরার দিন গতকাল বুধবারও আবার বিরোধী নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি।সফরের পুরো ছয় দিন যুক্তরাজ্য ও বিভিন্ন জোনের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তরুণ দল ও মহিলা দলের নেতাকর্মীরা বিক্ষোভ করে।বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, ‘শেখ মুজিবের মতো শেখ হাসিনাও বাংলাদেশে গুম-খুন-অপহরণের রাজনীতি শুরু করেছেন। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে শেখ হাসিনা বিরোধী মতের ওপর যে নির্যাতন চালাচ্ছে তা ইতিহাসের সকল কালো অধ্যায়কে হার মানিয়েছে। তাই তাকে প্রতিরোধ ও প্রতিহত করা আমাদের ঈমানি দায়িত্ব।’

যুক্তরাজ্য বিএনপি সেক্রেটারি কয়ছর এম আহমেদ বলেন, ‘বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দখল করে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছেন শেখ হাসিনা। যতদিন তিনি অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকবে ততদিন আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।’