Geld_und_Pflanze

দৈনিকবার্তা-ঢাকা, ০৭ জুলাই ২০১৫: পরিবেশ সুরক্ষায় নার্সারী ও ছাদে বাগান কার্যক্রমে ঋণ বিতরণের জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছেন গভর্নর ড. আতিউর রহমান৷তিনি বলেন,’ছাদবাগান ও নার্সারির জন্য অগ্রণী ব্যাংকের ঋণ বাজেট থেকে অনুমোদন করা ঋণ বিতরণ পরিবেশ সুরক্ষায় অত্যনত্ম ভাল কাজ৷ পরিবেশবান্ধব এ ধরনের সবুজ ব্যাংকিংয়ে অন্যান্য ব্যাংকেরও এগিয়ে আসতে হবে৷

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অগ্রণী ব্যাংকের উদ্যোগে গী্রন ব্যাংকিং ও ছাদবাগান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম. এ রহিম, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও অগ্রণী ব্যাংকের গ্রীন ব্যাংকিং উপদেষ্টা মোহাম্মদ হোসাইন, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল হামিদ প্রমুখ বক্তব্য দেন৷

অনুষ্ঠানে কল-কারখানা ও বাজারে টিনের পরিবর্তে ট্রান্সপারেন্ট ফাইবার শীটের মাধ্যমে প্রাকৃতিক আলোর ব্যবহার করার লক্ষ্যে অগ্রণী ব্যাংক ও নাভানার মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয় ৷গভর্নর বলেন, পরিবেশ রক্ষায় ছাদে বাগান করা প্রয়োজন৷ এছাড়াও ছাদে বাগানের বহুমুখী ব্যবহার রয়েছে৷ ছাদে একাধারে সবজি, ফুল ফল চাষ, নার্সারী এবং বোটানিক্যাল গার্ডেন হিসেবে ব্যবহারসহ বহু নতুন উদ্ভাবনা সংযোজন হয়েছে৷ এসব উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে ব্যাংকগুলো ঋণের ব্যবস্থা করতে পারে৷

তিনি বলেন, রাজউক উত্তরা মডেল কলেজ ভবনের ছাদে এ ধরনের উদ্যোগের বহুমুখী ব্যবহার রয়েছে৷ তাদের বাগানের পাশাপাশি একটি নার্সারী, শিক্ষাথর্ীদের হাতেকলমে পাঠদানের জন্য একটি বোটানিক্যাল গার্ডেন এবং একটি কৃষিল্যাব রয়েছে৷ এই উদ্ভাবনমূলক কার্যক্রমটি সকলের জন্য একটি মডেল হতে পারে৷গ্রীন কার্যক্রমের আওতায় এই মডেলটি সারা দেশে বিসত্মার লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেন৷অনুষ্ঠানে জানানো হয়, গী্রন ব্যাংকিংয়ের ৰেত্রে অগ্রণী ব্যাংক নানা উদ্ভাবনমূলক কার্যক্রম চালু করেছে৷ এগুলো হলো-২০টি পাইলট গ্রীন শাখা বা কার্যালয়ে প্রাকৃতিক আলোর ব্যবহার এবং বিদু্যত্‍ অপচয় রোধে উদ্ভাবিত পদ্ধতি বাসত্মবায়ন, পরিবেশ রৰায় ছাদে সবজি ও ফল বাগান এবং নার্সারীর জন্য ঋণ প্রোডাক্ট চালু৷ উদ্ভাবিত প্রয়োজনভিত্তিক ব্যাংক ঋণ পদ্ধতির আওতায় ছাদবাগান ও নার্সারীর মালিককে ঋণ বিতরণ৷অনুষ্ঠানে গভর্নর সৌখিন ছাদ বাগান মালিকদের মধ্যে চারা বিতরণ করেন৷ সেই সাথে তিনি ছাদবাগানের ওপর মোহাম্মদ হোসাইন এবং ড. কামরুজ্জামানের লেখা দু’টি বইয়ের মোড়ক উন্মোচন৷