image_234179.jafarullah-chowdhury-563x353

দৈনিকবার্তা-ঢাকা, ০৭ জুলাই ২০১৫: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠা ডা. জাফরুল্লাতাহ চৌধুরীর বিরম্নদ্ধে আদালত অবমাননার অভিযোগ বিষয়ে আনা আবেদনের শুনানিশেষে আগামী রোববার ১২ জুলাই আদেশ দেয়ার দিন ধার্য করা হয়েছে৷আনত্মর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল মঙ্গলবার এ দিন ধার্য করে দেয়৷ট্রাইবু্যনাল-২ বিষয়ে নানা মনত্মব্য করায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সোমবার আদালত অবমাননার অভিযোগ আনার আবেদন দাখিল করেন তিন মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের একাংশ৷

আবেদন দাখিলকারীগন হলেন-স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা আলী আসগর, মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম এবং গণজাগরণ মঞ্চের একাংশের আহবায়ক কামাল পাশা চৌধুরী ও কর্মী এফ এম শাহীন৷ তাদের পক্ষে ট্রাইবু্যনালের রেজিস্ট্রারের মাধ্যমে আবেদনটি দাখিল করেন আইনজীবী খান মোহাম্মদ শামিম আজিজ৷আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামিম আজিজ ও আবেদনকারী মনোরঞ্জন ঘোষাল৷ শুনানিতে মনোরঞ্জন ঘোষাল তিনজন বিচারপতি ও বিচারালয় সম্পর্কে ডা. জাফরুল্লাহ চৌধুরী যেসব মনত্মব্য করেছেন, তা আদালত অবমাননা বলে দাবী করে বলেন, তার মনত্মব্য আদালতের সম্মান ও ভাবমূর্তি ক্ষুন্ন করেছে৷এ নিয়ে তৃতীয়বারের মতো জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হলো৷