Arrest-Doinikbarta

দৈনিকবার্তা-পাঁচবিবি (জয়পুরহাট), ২৩ জুলাই ২০১৫: বৃহস্পতিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর তসলিম উদ্দীনসহ ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন। আটককৃতরা হলেন-জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডা: ফজলুর রহমান সাঈদ, পাঁচবিবি উপজেলা আমীর তসলিম উদ্দীন, সেক্রেটারী ডা: সুজাউল করিম, কালাই উপজেলা আমীর তাইফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল আলিম, সদর উপজেলা সেক্রেটারী আনোয়ার হোসেন, জামায়াতের রোকন আব্দুল বাতেন, ও সমর্থক জোবায়ের হোসেন। ডিবি পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, হরিপুর গ্রামে জামায়াতের রোকন আব্দুল বাতেনের বাড়িতে জেলা জামায়াতের শীর্ষ নেতারা এই বৈঠক করছিল। জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন আরো জানায়, গ্রেফতারকৃতরা ওই বাড়ীতে সরকার বিরোধী গোপন বৈঠক করছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে বলে তিনি জানান।