Photo-munshiganj-26.06-3

দৈনিকবার্তা-মুন্সীগঞ্জ, ২৩ জুলাই ২০১৫: ঢাকা-মাওয়া মহা সড়কের সিরাজদিখানের চালতি পাড়া এলাকায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহতের ঘটনাস্থল বৃহস্পতিবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পরিদর্শন করেন।এ সময় তিনি সাংবাদিকদের বলেন, দূর্ঘটনার কারণ ড্রাইভারদের বেপরোয়া গাড়ি চালনা। এছাড়া আরেকটি প্রধান কারণ রয়েছে সেটি হলো, মহাসড়ক বা হাইওয়েতে লেগুনা, সিএনজি অটো রিক্সা এবং ব্যাটারী চালিত যান। অটো রিক্সা ও ব্যাটারী চালিত যানের ব্যাপারে অভিযান চলছে। আগামী মাসের ১ তারিখ থেকে আরো জোরদার করা হবে। পদ্মা সেতুকে কার্যকর করতে হলে ঢাকা-মাওয়া মহাসড়ককে ৪ লেনে উন্নিত করতে হবে। আগামী ডিসেম্বর থেকে সেনা বাহিনীর তত্বাবধানে ৪ লেনের কাজ শুরু হবে।

সরকার ধাপে ধাপে দেশের সকল মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী সেপ্টেম্বরে জয়দেবপুর হতে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হতে যাচ্ছে বলে মন্ত্রী জানান। পরবর্তী পর্যাযে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে বনপাড়া-হাটি কমরুল সড়কও চার লেনে উন্নীত করা হবে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অর্থনীতির লাইফ-লাইন। ইতোমধ্যে এ সড়কে চারলেনে উন্নীতকরণের ১৪৩ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি ৬ লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানান মন্ত্রী। জাইকার অর্থায়নে এ মহাসড়কে ২য় কাঁচপুর সেতু, ২য় মেঘনা সেতু ও ২য় গোমতি সেতু নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানান মন্ত্রী। মন্ত্রী আরো জানান, ইতোমধ্যে দরপত্র আহবানসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী সেপ্টেম্বরে সেতু তিনটির নির্মাণকাজ শুরু হবে।ওবায়দুল কাদের আরও বলেন, এবারের ঈদের ত্রুটিগুলো চিহ্নিত করে পরবর্তী ঈদে কাজে লাগাতে চাই। আসন্ন ঈদ-উল-আযহার প্রস্তুতিও আমরা শুরু করেছি। আঞ্চলিক সড়কের পাশে গরুর হাট যাতে না বলে সে ব্যাপারে ইতোমধ্যে আমরা সংশ্লিষ্টদের অনুরোধ করেছি।