doinikbarta_hajj

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ জুলাই ২০১৫: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় হজ পরিচালনায় ব্যর্থতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট হজ এজেন্সির ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল করার সুপারিশ করা হয়েছে৷সভায় গত হজ্ব পরিচালনায় বিভিন্ন হজ এজেন্সির ব্যর্থতা এবং তাদের বিরম্নদ্ধে গৃহীত ব্যবস্থাসমূহের ওপর আলোচনা করে এ সুপারিশ করা হয়৷ সংসদ ভবনে বৃহস্পতিবার কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়৷কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, মোঃ নজরুল ইসলাম চৌধুরী, মোঃ আফতাব উদ্দীন সরকার, রওশন আরা মান্নান এবং সাবিহা নাহার বেগম সভায় অংশগ্রহণ করেন৷

সভায় দেশ ও জাতির স্বার্থে চট্টগ্রামের শাহ আমানত আনত্মর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম তথা রানওয়ে স্ট্রেংদেনিং এবং রানওয়ে এঙ্েেটনশন কার্যক্রম অগ্রাধিকারভিত্তিতে বাসত্মবায়ন করার সুপারিশ করা হয়৷ কমিটির আগামী সভায় উন্নয়ন কার্যক্রমের সুনির্দিষ্ট সময় উলেস্নখ করে একটি রোডম্যাপ কমিটির সামনে উপস্থাপনের নির্দেশনা দেয়া হয়৷সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊধর্্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷