comilla-accdent-300x168

দৈনিকবার্তা-কুমিল্লা, ১ আগস্ট ২০১৫: কুমিল্লা জেলায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে তিনটায় জেলার সদর দক্ষিন উপজেলার শিকারপুর এলাকায় কুমিল্লা- নোয়াখালি আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।এঘটনায় অন্তত: ১৫ জন আহত হয়েছেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘ইকোনো পরিবহন’ নামে যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরিত দিক থেকে আসা ‘সিটি লিংক’ নামে লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক জন মারা যান। আহতদের উদ্ধার করে কুমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুসহ আরো দুই জনের মৃত্যু হয়।প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৈদ্যুতিক বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যাক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জাইগীর গ্রামের সফিউল আলম (৬০)। পরিবার সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক পরিসংখ্যান অফিসার সফিউল আলম (অবঃ) শনিবার দুপুরে তার নিজ বাড়ির ছাদে বৈদ্যুতিক বাতি লাগাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা শ্রী তড়িৎ কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।