Gazipur-(3)- 05 August 2015-Ballobiye School Camping

দৈনিকবার্তা-গাজীপুর, ০৫ আগস্ট, ২০১৫: গাজীপুরের কালীগঞ্জে বুধবার বিকেলে বাল্য বিবাহ প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের বাস্তবায়নে বাল্য বিবাহ প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ স্কুল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা ও শিশু মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের বাস্তবায়নে কালীগঞ্জের মসলিন কটন মিল্স উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। মসলিন কটন মিল্স উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি আব্দুর রহমান আরমানের পরিচালানায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, কামাল উদ্দিন দেওয়ান, বেলায়েত হোসেন, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার চেয়ারম্যান আমিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, সাধারণ সম্পাদক কনিকা রাণী দাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমির হামজা, পৌর কাউন্সিলর আমিরুন্নেসা প্রমুখ।