Transparency-International

দৈনিকবার্তা- ঢাকা, ০৫ আগস্ট, ২০১৫: ছয়টি মাধ্যমে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)। বুধবার ধানমন্ডির মাইডাস ভবনে টিআইবি কার্যালয়ে ‘পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস: প্রক্রিয়া, কারণ ও উত্তরণের উপায়’ শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কোচিং সেন্টার, গাইড বই ব্যবসা, মোবাইল/ওয়েবসাইট/সামাজিক যোগাযোগ, রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠী, ফটোকপির দোকান এবং শিক্ষার্থী/ অভিভাবক/ বন্ধু/ স্বজনদের মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়ে থাকে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন-টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। গবেষক হিসেবে ছিলেন- নিহার রঞ্জন রায়, নীনা শামসুন নাহার, রুমানা শারমিন।