13.+Twain

দৈনিকবার্তা-ঢাকা, ০৮ আগস্ট ২০১৫: তাইওয়ানের পূর্ব উপকূলে প্রবল ঘূর্ণিঝড় সুডেলরের আঘাতে চারজন নিহত, চারজন নিখোঁজ ও ৬৪ জন আহত হয়েছেন।শনিবার ভোরে পূর্ব উপকূলের ইলান ও হুয়ালিয়েন এলাকা দিয়ে উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড়টির প্রভাবে ওই অঞ্চলে প্রবল বাতাস বইছে ও প্রচুর বৃষ্টি হচ্ছে।এতে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে প্রায় ৩০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। উপদ্রুত এলাকা থেকে সাড়ে সাতহাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানের কয়েকশত ফ্লাইট বাতিল করা হয়েছে অথবা দেরি হচ্ছে।ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির উত্তরপূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় এক হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং ২০০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে।সড়কে ভেঙে পড়া গাছের ডাল সরিয়ে নেওয়ার সময় প্রবল বৃষ্টির মধ্যে চলন্ত গাড়ির আঘাতে এক উদ্ধারকর্মী ও বিজ্ঞাপনের একটি বিলবোর্ড ভেঙে পড়ে বিদেশি এক কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার প্রশান্ত মহাসাগর থেকে ঘূর্ণিঝড় এগিয়ে আসার সময় ইলান উপকূলের বিক্ষুব্ধ সাগরে এক শিশু ও অপর একজন পূর্ণবয়স্ক ব্যক্তি মারা যান।পাম্পিং স্টেশনে কর্মরত প্রকৌশলী জিয়াং ঝড়টিকে তার দেখা অন্যতম বিপজ্জনক ঝড় বলে বর্ণনা করেছেন।শনিবার দিনের বাকি সময় ও রোববারও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে। দুর্গত অঞ্চলে বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।