1433242750

দৈনিকবার্তা-গাজীপুর, ১৩ সেপ্টেম্বর ২০১৫: গাজীপুরের শ্রীপুরে রবিবার নছিমন ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পেট্রোবংলার এক কর্মচারীসহ দু’জন নিহত হয়েছে। এঘটনায় সিএনজি চালকসহ অপর তিনজন আহত হয়েছে। নিহতরা হলো- ময়মনসিংহ জেলার পাগলা থানার নিগুয়ারি গ্রামের আব্দুল আজিজ ওরফে সাহেব আলীর ছেলে মোখলেসুর রহমান (৪২) এবং একই গ্রামের দুলাল মিয়ার ছেলে লিয়াকত আলী (২৭)। নিহত মোখলেসুর রহমান বাংলাদেশ পেট্রোবাংলার ঢাকার অফিসে এবং লিয়াকত আলী শ্রীপুরের মুলাইদ এলাকাস্থ নোমান গ্রুপের সাদসান গার্মেন্টস কারাখানার অপারেটর পদে চাকুরী করতো। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশা যাত্রী।

শ্রীপুর মডেল থানার এসআই কিবরিয়া জানান, রবিবার সকাল পৌণে ৭টার দিকে শ্রীপুর উপজেলার জৈনা বাজার-কাওরাইদ সড়কের লোহাই বাজার এলাকার আব্দুল আউয়াল ডিগ্রী কলেজের সামনে কাওরাইদগামী মাছ ভর্তি নছিমন (টমটম) ও জৈনা বাজারগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিয়াকত আলী মারা যায় ও অপর চারজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠায়। এসময় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মোখলেসুর রহমানের মৃত্যু হয়। নিহত মোখলেস সাপ্তাহিক ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিল। এঘটনায় নিহত মোখলেসুর রহমানের ভাতিজা আব্দুল করিম বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন।