2015_09_15_14_32_48_xkq9ZIr7DXF7Gydg6H9N2GAetelZQx_original

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০১৫: মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তিকারী ফেসবুক পেজ ধর্মকারী ডটকম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট৷ আগামী ৩০ দিনের মধ্যে এই ফেজবুক পেইজ বন্ধ করতে বিটিআরসিকে নির্দেশ দেয়া হয়েছে৷এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন৷

বৃহস্পতিবার এ বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন আরিফুর রহমান নামের এক ব্যক্তি৷ মঙ্গলবার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন বঙ্গবন্ধু মহিলা আইনজীবী সমিতির সুপ্রিম কোর্ট শাখার সম্পাদক সৈয়দা সাবিনা আহমেদ মলি৷ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান৷পরে আদালত থেকে বেরিয়ে সৈয়দা সাবিনা আহমেদ মলি বলেন, সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের একটি পেজ এবং একটি ওয়েবসাইটে হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য রয়েছে৷ বিষয়গুলো রিটকারীর কাছে ধর্ম অবমাননা মনে হয়েছে৷ মন্তব্যগুলো নিয়ে আরিফুর রহমান শাহজাহানপুর থানায় এজাহার করতে গেলে তা গ্রহণ করা হয়নি৷

রিটে স্বরাষ্ট্র, তথ্য মন্ত্রণালয়ে সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক (ডিজি), বিটিআরসির চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি), শাহজাহানপুর থানার ওসিসহ নয়জনকে বিবাদী করা হয়েছে৷