khoka_53280

দৈনিকবার্তা-ঢাকা, ২১ অক্টোবর ২০১৫: বিএনপির ভাইস-চেয়ারম্যান ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেনখোকা দুর্নীতির মামলায় নিম্ন আদালতের দেয়া রায়কে প্রহসনমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করে বলেন, রাজনীতি থেকে তাকে বিদায় করতেই সরকারের চাপে আদালত এ রায় প্রদান করেছে৷ এই রায়কে তিনি বিচার বিভাগের ইতিহাসে প্রহসনের বিচার বলে অভিহিত করেন৷নিউইয়র্কে চিকিত্‍সারত সাদেক হোসেন খোকা টেলিফোনে দেয়া প্রতিক্রিয়ায় এ কথা বলেন৷সাদেক হোসেন খোকা বলেন, চিকিত্‍সার জন্য দেশের বাইরে যাবার জন্য আদালতের নির্দেশনা অমান্য করে প্রথমবার আমাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয় হয়৷ এরপর আদালতের নির্দশনা নিয়ে চিকিত্‍সার জন্য নিউইয়র্কে অবস্থান করছি৷ এটা সবার জানা৷ অথচ এ রায় ঘোষণার সময় আজকে আমাকে পলাতক দেখানো হয়েছে৷ যা সম্পূর্ণ বেআইনি৷ তার কাছে অবৈধ কোনো সম্পদ নেই৷ সব সম্পদই বৈধভাবে অর্জিত বলে তিনি দাবি করেন৷

তিনি বলেন, নিউইয়র্কে আমার ক্যান্সার চিকিত্‍সার সর্বশেষ অবস্থার যাবতীয় তথ্য আদালতে জমা দেয়া হয়েছে৷ এরপরও পলাতক দেখিয়ে আমার কোনো আইনজীবিকে আদালত কথা বলার সুযোগ দেয়া হয়নি৷ এটি বিচার বিভাগের ইতিহাসে প্রহসনের বিচার হয়েই থাকবে৷সাদেক হোসেন খোকা বলেন, আমি যাতে রাজনৈতিক কর্মকাণ্ড না করতে পারি, ভবিষ্যত নির্বাচনগুলোতে অংশ নিতে না পারি সেজন্যই সরকার আদালতকে দিয়ে আমাকে শস্তির ব্যবস্থা করেছে৷রায়ের কপি হাতে পেলে আইনজীবিদের সাথে পরামর্শ করে উচ্চ আদালতে আপীল করবেন বলে তিনি জানান৷ খোকা আরো বলেন, আমি দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত৷ ২৩ অক্টোবর ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে৷ ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেব৷ বিদেশে থাকার প্রশ্নই ওঠে না৷মঙ্গলবার বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-দুদকের মামলার রায় ঘোষণা করা হয়৷ রায়ে তাকে ১৩ বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ অনাদায়ে অর্থ জরিমানা এবং গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত৷