05-11-15-PM_Netherlands-2দৈনিকবার্তা-ঢাকা, ০৫ নভেম্বর ২০১৫: শিক্ষা ও কূটনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার লক্ষ্যে চারটি চুক্তি করেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সরকারি বাসভবনে বুধবার রাতে দুই দেশের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব চুক্তিতে সই করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্ক রুট এসময় উপস্থিত ছিলেন। চুক্তি চারটি হচ্ছে- বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ফরেন অফিস কনসালটেশন্স’ বিষয়ক সমঝোতা স্মারক; বাংলাদেশের কূটনীতিকদের প্রশিক্ষণ সহযোগিতা বিষয়ক আগ্রহপত্র এবং বাংলাদেশের বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির সঙ্গে নেদারল্যান্ডসের স্যাক্সন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস ও স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজির সমঝোতা স্মারক; বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ও স্যাক্সন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের মধ্যে সমঝোতা চুক্তি।এর আগে বুধবার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেলে সাক্ষাৎ করেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিলিয়ান প্লাউম্যান ও মেলানি সুল্জ ফ্যান হেগেন।দুপুরে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের ব-দ্বীপাঞ্চল এবং পোতাশ্রয় ফিউচার ল্যান্ড পরিদর্শন করেন এবং সন্ধ্যায় নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেন।চুক্তি সইয়ের আগে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেন শেখ হাসিনা। রাতে তিনি মার্ক রুটের দেওয়া নৈশভোজে অংশ নেন।এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় অর্থনীতিতে বাংলাদেশের ‘বিস্ময়কর সাফল্যের ভূয়সী প্রশংসা ঝরেছে নেদারল্যান্ডসের রানির কণ্ঠে।বুধবার দি হেগে রাজকীয় প্রাসাদে বাংলাদেশের সরকার প্রধানকে সাক্ষাৎ দেন ইউরোপের অন্যতম সমৃদ্ধ দেশটির রানি ম্যাক্সিমা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ডাচ রানি অর্থনীতিতে বাংলাদেশের চমৎকার সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। এই সাফল্য কীভাবে অর্জিত হয়েছে তা জানার বিষয়ে রানি তার আগ্রহ প্রকাশ করেন।জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের অগ্রগতির সব কৃতিত্ব জনগণের। কারণ, তারা সহিষ্ণু ও কঠোর পরিশ্রমী।বিশ্বমন্দার মধ্যেও অর্থনীতিকে এগিয়ে নিয়ে কিছুদিন আগেই নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। অর্থনীতির সঙ্গে সামাজিক বিভিন্ন সূচকেও এগিয়েছে বাংলাদেশ।উন্নয়নের জন্য সুষম অর্থায়ন বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা রানি ম্যাক্সিমা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, তিনি বাংলাদেশের অভিজ্ঞতার আলোকে দারিদ্র্য বিমোচনের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের বিষয়ে একটি আন্তর্জাতিক অভিযোজনমূলক কৌশল প্রণয়ন করতে যাচ্ছেন।রানির সঙ্গে বৈঠকের সময় প্রধানমন্ত্রীর প্রেসসচিব ছাড়াও নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল উপস্থিত ছিলেন।তিন দিনের নেদারল্যান্ডস সফরে বুধবার রানির সঙ্গে দেখা করার আগে শীর্ষ বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন শেখ হাসিনা। নেদারল্যান্ডের পক্ষে নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট।