pm-thereport24

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ নভেম্বর ২০১৫: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফর বাতিল করা হয়েছে। ইউনেসকোর সাধারণ সম্মেলনে যোগ দিতে সোমবার থেকে তিন দিনের সফরে তাঁর ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার কথা ছিল।প্যারিসে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ইউনেস্কো সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফর বাতিল করা হয়েছে।তিন দিনের এই সফরে সোমবার তার ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার কথা ছিল। সেখানে ইউনেস্কোর লিডারস ফোরামে বক্তৃতা দেওয়ার কথা ছিল তার।১৬ থেকে ১৮ নভেম্বর এই সফরের বিষয়ে জানাতে রোববার বিকালে সংবাদ সম্মেলন করার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহামুদ আলীর।তবে দুপুরে মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগ থেকে জানানো হয়, অনিবার্য কারণে ওই সংবাদ সম্মেলন হচ্ছে না।পরে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর প্যারিস সফর বাতিলের সিদ্ধান্ত রোববার দুপুরে নেওয়া হয়েছে। এই সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের বৈঠকের কথা ছিল।শুক্রবার সন্ধ্যায় প্যারিসের ছয়টি স্থানে কাছাকাছি সময়ে ভয়াবহ ওই হামলার ঘটনা ঘটে।আত্মঘাতী হামলাকারীদের বোমা ও গুলিতে নিহত হয়েছেন অন্তত ১২৯ জন; আরও ৩৫০ জন আহত হয়েছেন।

গত শুক্রবার প্যারিসের অন্তত ছয়টি স্থানে সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। ভয়াবহ এসব হামলায় আরও কয়েক শ ব্যক্তি আহত হয়। হামলার পর দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ জরুরি অবস্থা জারি করেন। একই সঙ্গে দেশটির সব সীমান্ত বন্ধের নির্দেশ দেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি দেড় হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। দেশটিতে আজ থেকে শুরু হয়েছে তিন দিনের জাতীয় শোক।এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে পাঠানো শোকবার্তায় বলেছেন, সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের সঙ্গে কাজ করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা সন্ত্রাসীই। তাদের কোনো ধর্ম-বর্ণ নেই। কোনো সভ্য সমাজে তাদের কোনো স্থান নেই। হামলার পরপরই দেশে জরুরি অবস্থা জারি করে সীমান্ত বন্ধ কওে েেদওয়ার নির্দেশ দেন পেপ্রসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।এই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস।হামলাকারীদের ‘নর্দয় জবাব দেওয়ার অঙ্গীকারের কথা জানিয়ে ওলাঁদ বলেছেন, যুদ্ধের মুখে দাঁড়িয়ে জাতিকে আজ অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে।