Gournadi Photo 30-11-15...

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ৩০ নভেম্বর ২০১৫: জেলার আগৈলঝাড়া-পয়সারহাট খালের সরবাড়ি গ্রামের হরিমন্দির সংলগ্ন সূইজ গেট বন্ধ করে মাছ চাষ শুরু করছেন স্থানীয় প্রভাবশালী যুবলীগ নেতা সুদিন হালদার। ফলে ওই এলাকার ছবিখাঁরপাড়, বড় মাগড়া, সরবাড়ি এলাকার প্রায় পাঁচ’শ বিঘা জমিতে বোরো চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।স্থানীয় চাষী অঘোর হালদার, প্রমোধ বাড়ৈ, সাধন হালদার, গোপাল চন্দ্র, পুলিন হালদার, সুধির চন্দ্রসহ একাধিক চাষীরা জানান, বাকাল ইউনিয়নের ছবিখাঁরপাড় ও বড় মাগড়া এলাকার কয়েক’শ বিঘা আবাদি জমিতে খালের জোয়ারের পানি ওঠানামা করার জন্য আগৈলঝাড়া-পয়সারহাট খালের সরবাড়ি গ্রামের হরিমন্দির সংলগ্ন এলাকায় দীর্ঘদিন পূর্বে সরকারিভাবে একটি সূইজ গেট নির্মান করা হয়।

চাষীরা অভিযোগ করেন, সম্প্রতি সময়ে সরকারি সূইজগেটের মুখ মাটি দিয়ে সম্পূর্ণ বন্ধ করে জমিসংলগ্ন সু-বিশাল ঘেরে মাছ চাষ শুরু করেছেন স্থানীয় মৃত সুনিল হালদারের পুত্র ইউনিয়ন যুবলীগের প্রভাবশালী সদস্য সুদিন হাওলাদার। ফলে ওই সূইজ গেট দিয়ে পানি ওঠানামা সম্পূর্ণ বন্ধ হয়ে প্রায় পাঁচ’শ বিঘা জমিতে বোরো চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। চাষীরা আরও অভিযোগ করেন, এ ঘটনায় তারা প্রতিবাদ করায় যুবলীগ নেতা সুদিন হালদার তাদের বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে আসছে।

স্থানীয় ওয়ার্ড আ’লীগের সভাপতি সুধির হালদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যুবলীগ নেতা সুদিন হালদারকে একাধিকবার সূইজ গেটের বন্ধ করা মুখ খুলে দিতে বলা হলেও সে দম্ভ দেখিয়ে উল্টো চাষীদের হুমকি অব্যাহত রেখেছে। হুমকির অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা সুদিন হালদার বলেন, এ সূইজগেটে চাষীদের তেমন কোন উপকারে আসেনা, তাই তা বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসার মো. নাসির উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা ছিলোনা। খুব শীঘ্রই সরেজমিন পরিদর্শন করে চাষীদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।