1450621133-ntv-thailand-01

দৈনিকবার্তা-ঢাকা, ২০ ডিসেম্বর ২০১৫: থাইল্যান্ডে রোববার এক বাস দুর্ঘটনায় জাতিগত চায়নিজ মালয়েশীয় পর্যটকসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে।তদন্ত কর্মকর্তারা জানান, রোববার দুপুর ১২টার অল্পক্ষণ পর উত্তরাঞ্চলীয় চিয়াং মাই নগরী থেকে ১৮ মাইল দূরে দোই সাকৌ জেলায় এ দুর্ঘটনা ঘটে।নাম প্রকাশ না করার শর্তে দোই সাকেতের এক পুলিশ কর্মকর্তা বলেন, সেখানে এ পর্যন্ত ১৩ জন মারা গেছেন। আটজন নারী ও পাঁচ জন পুরুষ।

তিনি বলেন, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে চায়নিজ মালয়েশীয় ও থাই উভয়ই রয়েছেন। তবে তিনি তাদের সংখ্যা জানাতে পারেননি।এর আগে পুলিশ বলেছিল, তারা ধারণা করছেন, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা চায়নিজ চিয়াং মাইতে চীনা কনস্যুলেটের উদ্ধৃতি দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, দুর্ঘটনায় চীনের কোনো নাগরিক মারা গেছে বলে মনে হয় না।এ ব্যাপারে ব্যাংককে মালয়েশীয় দূতাবাসে ফোন করা হলেও তা কেউ ওঠাননি।স্থানীয় সংবাদ মাধ্যমের অনলাইনে পোস্ট করা ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ঘন লতাপাতার মধ্যে পড়ে থাকা বাসটিতে আটকা পড়া যাত্রীদের উদ্ধারে উদ্ধারকর্মীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। বাসটির ছাদ দেবে গেছে।