Gournadi Photo 07-01-2016

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ০৭ জানুয়ারি ২০১৬: বে-সরকারী উন্নয়ন সংস্থা জাগরনী চক্র ফাউন্ডেশন এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অনুদান, বোর্ড ফি ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।অনুষ্ঠানে সংস্থার সমিতিভুক্ত পরিবারের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়ার পাশাপাশি ২০১৬ সালের এস,এস,সি পরীক্ষার্থী ১৭ জন কৃতি শিক্ষার্থীর পরীক্ষার ফরম ফিলাপের জন্য বিভাগ ভিত্তিক নির্ধারিত বোর্ড ফি বাবদ জনপ্রতি ১৩৩৫ টাকা থেকে ১৪১৫ টাকা পর্যন্ত অনুদান প্রদান করা হয়। সেই সাথে ২০১৫ সালের এইচএসসিতে ৪.৫০ প্রাপ্ত ৫জন কৃতি শিক্ষার্থীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

গতকাল দুপুর সাড়ে ১২টায় গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সংবর্ধনা, অনুদান, বোর্ড ফি ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আফরোজ।সংস্থার মাদারীপুর জোনের জোনাল ম্যানেজার সৈয়দ গোলাম আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদ হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক সঞ্জয় কুমার পাল।বক্তব্য রাখেন, সংস্থার এরিয়া ম্যানেজার জনাব বি.এম তরিকুল ইসলাম, গৌরনদী শাখার ম্যানেজার সনজিৎ কুমার রায় প্রমূখ।