Aung San Suu Kyi visit to Berlin, Germany - 10 Apr 2014

দৈনিকবার্তা-ঢাকা,১ফেব্র“য়ারি,২০১৬ : মায়ানমারে নতুন যুগের সূচনা ঘটছে। সোমবার বসছে নতুন পার্লামেন্ট। গণতন্ত্রপন্থ’ী নেত্রী অং সান সুকি পার্লামেন্টে তার দল এনএলডি’র নেতৃত্ব দিচ্ছেন।নবনির্বাচিত কয়েকশ’ এমপি সোমবার পার্লামেন্টের নতুন অধিবেশনে যোগ দিতে নেপিদোতে ভিড় জমিয়েছেন।

গত নভেম্বরের ঐতিহাসিক নির্বাচনে সুকির দল বিপুল বিজয় অর্জন করে।পার্লামেন্ট ভবনে উপস্থিত হয়ে এনএলডি’র এমপি নেইন থিত বলেন, মানবাধিকার, গণতন্ত্র ও শান্তির জন্যে আমরা কাজ করবো।তবে এনএলডি’র অধিকাংশ আইনপ্রণেতা পার্লামেন্টে অনভিজ্ঞ। পার্লামেন্টের ২৫ শতাংশ আসন এখনও সেনাবাহিনীর কাছে রয়ে যাচ্ছে।বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের জান্তা সরকারের শাসনে ভঙ্গুর হয়ে পড়া অর্থনীতি মোকাবেলা করতে হবে অনভিজ্ঞ নতুন সরকারকে। এটি তাদের জন্যে বড়ো ধরণের চ্যালেঞ্জ।