0100বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য একটি পজিটিভ সরকার বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। আজ রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে সবাই একসঙ্গে হয়ে কাজ করার কারণেই আমরা সকল প্রতিকূলতা কাটিয়ে উঠে স্বাধীনতা অর্জন করেছিলাম। এখনো আমাদের সবাইকে একসঙ্গে হয়ে কাজ করতে হবে। বর্তমান সরকার দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার সর্বোচ্চ চেষ্টা করছে।

চুমকি বলেন, সর্বক্ষেত্রে নারীদের পদচারণা বাড়ছে। এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে নারীরা তাদের সফলতার স্বাক্ষর রাখেননি। দেশের উন্নয়নে নারী-পুরুষ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। মহিলা পরিষদ, কমর্মজীবী নারী, প্রগতিশীল নারীসহ কয়েকটি নারী সংগঠন মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে নারী সংগঠনগুলোর পক্ষ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে নারী-পুরুষের সমতা বিধানের দাবি জানানো হয়। নারী নিরাপত্তা বিধানে সরকারকে আরো জোর দেওয়ারও দাবি জানায় সংগঠনগুলো।