Saju Tanore 29-05-2016 sopot photo-1তানোর উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩জন সদস্য ও ২১জন সংরক্ষিত নারী সদস্যাসহ ৮৪জন নবনির্বাচিত সদস্য ও নারী সদস্যাদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত সদস্য ও নারী সদস্যাদের শপথ বাক্য পাঠ করার অনুষ্ঠানের প্রধান অতিথি তানোর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলমা ও কামারগাঁ ইউনিয়নের রিটার্নিং অফিসার ও তানোর উপজেলা যুব উন্নয়ন অফিসার সাদেকুজ্জামান, বাধাইড় ও পাঁচন্দর ইউনিয়নের রিটার্নিং অফিসার ও তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, তালন্দ, সরনজাই ও চান্দুড়িয়া ইউনিয়নের রিটার্নিং অফিসার ও তানোর উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম। এসময় তানোর উপজেলার ৭টি ইউনিয়নের ৮৪জন নবনির্বাচিত সদস্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন বাধাইড় ইউপির ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য সাইদুর রহমান সাইদ, কামারগাঁ ইউপি’র সংরক্ষিত নারী সদস্যা প্রমুখ। উল্লেখ্য, গত ২৩এপ্রিল তানোর উপজেলার ৭টি ইউনিয়নে সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে শপথ গ্রহনকারীরা নির্বাচিত হন।