31-05-16-Mongla_Pirates Surrender-11

মংলায় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আত্মসমর্পনকারী বনদস্যুদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুই মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে র‌্যাব-০৮ এর ডিএডি মো: হাবিব বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার একটিতে আসাদুল ইসলাম কোকিল (২৭) ও আরেকটিতে অপর ৯ দস্যু মোস্তফা শেখ ওরফে মাষ্টার(৪৬), সোহাগ আকন্দ (৩৭), সোলায়মান শেখ (২২), সুলতান খাঁ (৫৮), ফজলু শেখ(৩৪), শাহীন শেখ (৩২), সুমন সরদার (২৬), হারুন (২৪) ও আরিফ সরদার (২২)কে আসামী করা হয়েছে।

বুধবার এ সকল দস্যুরে বাগেরহাট আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে মংলা থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফুর রহমান। তিনি আরো জানান, মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র গোলাবারুদ তুলে দিয়ে আত্মসমর্পন করার পর মাস্টার বাহিনী প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারসহ ১০ বনদস্যুকে সন্ধ্যায় মংলা থানা পুলিশের কাছে দেয় র‌্যাব। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বুধবার দুপুরে তাদেরকে আদালতে তোলা হয়।