ফ্রান্স ও জার্মানিতে বন্যা

ফ্রান্স ও জার্মানিতে বুধবার বন্যায় অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষ এ কথা জানায়।উদ্ধারকারী দল বেভারিয়ান শহর সিমবাচ এম ইনে ৩ জনের লাশ উদ্ধার করে। এরা একটি ঘরের ভেতর আটকা পড়েছিল। এছাড়া জল¯্রােতের কাছে এক নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ফ্রান্সের মধ্যাঞ্চলে ৮৬ বছর বয়সী এক নারী মারা গেছেন।ফ্রান্স ও জার্মানির অনেকগুলো শহর পানিতে তলিয়ে গেছে। লোকজনকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হচ্ছে।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিনে পানি আরও বাড়বে।বন্যায় অনেক ক্ষয়ক্ষতির আশংকাও করা হচ্ছে।জার্মানির দক্ষিণাঞ্চলে আরো ঝড় ও বজ্রপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। নদীর পানিও আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।ফ্রান্সে প্যারিসের কাছে নেমুরাস শহর থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। শহরটির বাসিন্দা সিলভেত্তে গাউনাউদ বলেন, গত ৬০ বছর ধরে আমি এখানে বাস করছি। কিন্তু এরকমটা কখনই দেখিনি। শহরের কেন্দ্রস্থল পুরোটাই পানিতে তলিয়ে গেছে। সকল দোকান ধ্বংস হয়েছে।