শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

শিক্ষার মানোন্নয়নে সরকারি-বেসরকারি পর্যায়ে যখন নানা তৎপরতা চলতে দেখা যাচ্ছে তখন দেশীয় শিক্ষার গুণগত মানোন্নয়নসহ শিক্ষার সার্বিক প্রসারে চলমান সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে বিশ্বব্যাংক।মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের এক বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে এ আশ্বাস দেয়া হয়।বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বিশ্বব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট এনিট ডিক্সন।বৈঠকে বাংলাদেশে শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনাকালে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশে শিক্ষার ব্যাপক উন্নয়ন, নারী শিক্ষার প্রসার ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়া রোধ, কারিগরি শিক্ষায় গুরুত্বারোপসহ সামগ্রিক শিক্ষা খাতে বিশ্ব প্রশংসিত সফলতার জন্য সরকারের ভূমিকার প্রশংসা করেন।

বিশ্বব্যাংকের ভাইস পেসিডেন্ট এনিট ডিক্সন বৈঠকে জানান, বাংলাদেশে শিক্ষার উন্নয়নে চলমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি আরো নতুন নতুন প্রকল্প গ্রহণের জন্য বিশ্বব্যাংক উদ্যোগ নেবে। আগামী অক্টোবর মাসে (অক্টোবর ২০১৬) বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ড. জিম ইয়ং কিম বাংলাদেশ সফর করবেন বলে বৈঠকে মিজ এনিট ডিক্সন জানান। বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, দেশের দ্রুত উন্নয়নে প্রয়োজনীয় দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি শিক্ষার প্রসার, মাদরাসা শিক্ষার আধুনিকায়ন ও কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করতে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন এবং শিক্ষা খাতে সহায়তা প্রদান করায় বিশ্বব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানান।বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন- শিক্ষা সচিব মো.সোহরাব হোসাইন,সেকেন্ডারিঅ্যাডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস অ্যানহ্যান্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) প্রকল্প পরিচালক ড.মো. মাহমুদ-উল-হক এবং বিশ্বব্যাংকের বিকল্প পরিচালক মো. মোশাররফ হোসেন ভূইয়া। বিশ্বব্যাংকের পক্ষে আলোচনায় আরো অংশ নেন সংস্থাটির এশীয় ও দক্ষিণ এশীয় অঞ্চলের প্রতিনিধিসহ উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা।উল্লেখ্য, বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের শিক্ষা খাতে সহযোগিতা সংক্রান্ত আলোচনায় অংশ নেয়ার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত ০৪ জুন ওয়াশিংটন পৌঁছান।