ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীনতুন কিছু উদ্ভাবন করে জনপ্রশাসনই একটি দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে ‘উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন-২০১৬’ শীর্ষক আন্তর্জাতিক সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমাদের ছেলেরা নতুন নতুন উদ্ভাবনী কৌশল আবিষ্কার করছে। উদ্ভাবনে তরুণ প্রজন্ম এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের সরকার। এ ধারণা জাতির পিতা দিয়ে গেছেন। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়েছেন। ১৯৯৬ সালের আগে ডিজিটাল কিছুই ছিলো না। আমরা ক্ষমতায় আসার পর তথ্য-প্রযুক্তির দিকে নজর দেই। আগে কেউ কম্পিউটার চলাতে পারতো না। দামও ছিলো আকাশচুম্বী। আর এখন প্রায় সবাই কম্পিউটার ব্যবহার করতে পারেন। এখনকার বাংলাদেশ সত্যিই ডিজিটাল বাংলাদেশ। এখন ইউনিয়নে বসে সারা বিশ্বের খবর নেওয়া যায়।