%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%86%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81

গাজীপুরের কালীগঞ্জ থেকে অপহরণের ৪৮ ঘন্টা পর আড়াই বছরের এক শিশুকে মঙ্গলবার নরসিংদীর পলাশ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী দলের এক নারীকে আটক করা হয়েছে। আটককৃতের নাম হেনা বেগম (৪৫)। সে গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রামের ফিরোজ মিয়ার স্ত্রী ও মৃত মোকশেদ আলী গাজীর মেয়ে।

কালীগঞ্জ থানার এসআই মো. মুজিবুর রহমান জানান, গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রামের জাইদুর রহমানের আড়াই বছরের ছেলে হাবিবুর রহমান গত রবিবার সকালে বাড়িতে খেলা করছিল। এসময় প্রতিবেশী ফিরোজ মিয়ার স্ত্রী হেনা বেগম কৌশলে ওই শিশুকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়। বাড়ির
লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে শিশুটির সন্ধান পায়নি। পরে এঘটনায় অপহৃতের বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাশর্^বর্তী নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের বিরিন্দা এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার একটি বাড়ী থেকে অপহরনকারীসহ শিশুটিকে উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহরকারী ওই মহিলা পাচারকারী দলের একজন সদস্য। বিক্রির উদ্দেশ্যে ওই শিশুকে অপহরণ করা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে ওই মহিলা পুলিশকে জানিয়েছে।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।