%e0%a6%86%e0%a6%a8%e0%a7%81-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6

দেশের ৯৯ ভাগ মানুষ রামপাল বিদ্যুৎকেন্দ্র চায় না। চায় সুন্দরবন রক্ষা হোক। সুষ্ঠু গণভোট হলে দেখা যাবে, ৯৯ শতাংশ মানুষের মধ্যে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতারাও আছেন।শুক্রবার দুপুরে ময়মনসিংহে এক প্রতিনিধি সভায় তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ এসব কথা বলেন।ময়মনসিংহ শহরের রেলস্টেশন মালগুদাম এলাকায় অবস্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কার্যালয়ের সামনে সংগঠনের ময়মনসিংহ বিভাগের উদ্যোগে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি সভায় আনু মুহাম্মদ বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে সরকার অনেকটা ‘বাঙালকে হাইকোর্ট’ দেখাচ্ছে। সরকার টেলিভিশনে ভাড়া করা লোক বসিয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে কথা বলাচ্ছে। ভাড়া করা লোকেরা পণ্যের বিজ্ঞাপনের মতো কোম্পানির পক্ষে কথা বলছেন।তিনি বলেন, সুন্দরবন মানুষের বেঁচে থাকার উৎস। আর বিদ্যুৎ মানুষের জীবনে সমৃদ্ধি আনার উৎস। উন্নয়নের কথা বলে আজ সুন্দরবনকে বিনাশের পাঁয়তারা চলছে।অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে বছরে ৪৭ লাখ টন কয়লা পোড়ানো হবে। কয়লার জাহাজ পরিবহন করা হবে সুন্দরবনের ভেতর দিয়ে। এতে নদী ও পরিবেশের মারাত্মক দূষণ হবে,বিষয়টি করাও অজানা নয়।