পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। রবিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর হোসনি দালান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিগাতলা সংলগ্ন ধানমন্ডি লেকের কাছে এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সেখানে তবারক হিসেবে খিচুরি ও মিষ্টান্ন বিতরণ করা হয়েছে। জোহরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে স্থান করবেন মিছিলের সঙ্গে আসা লোকজন। এর আগে কালো পোশাক পড়ে ও ইমাম হোসেন (রা.) এর সমাধির আদলের প্রতিকৃতি বহন করে মিছিল করেন শিয়া সম্প্রদায়ের লোকজন। কারবালার ইতিহাস উপস্থাপন ও শোক প্রকাশ করার জন্যই তাজিয়া মিছিলের আয়োজন করা হয় বলে জানান তারা।