শটটা খেলেই ড্রেসিংরুমের দিকে হাটা শুরু করেছিলেন ডিন এলগার। শুভাশীষ রয়ের শর্ট বলে সজোরে পুল করেছিলেন। ততে টাইমিংটা ঠিকমতো করতে পারেননি। লং লেগে থাকা মোস্তাফিজের তালুবন্দী হওয়ার আগে ১১৩ রান করেন এলগার। মার্করাম ফিরে গেলেও এরিমধ্যে বড় সংগ্রহের পথে স্বাগতিকরা।

স্কোর: দক্ষিণ আফ্রিকা ২৪৮/১ (মার্করাম ১২৭* আমলা১*)

ব্লুমফন্টেইনে ‘ঝড়’ তুলছে দক্ষিণ আফ্রিকা

ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে রানের ফোয়ারা ছোটাচ্ছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। অনেকটা ওয়ানডে মেজাজে দ্রুত রান তুলছেন দুই ওপেনার ডিন এলগার এবং এইডিন মার্করাম। আর মুশফিকদের জন্যও ম্যাচটি হয়ে উঠছে কঠিনতর। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের রানের গড় ৪.৬৭।

প্রথম টেস্টে দু’জনেই আউট হয়েছিলেন হতাশা নিয়ে। অভিষেক ম্যাচে শতক থেকে মাত্র ৩ রান দূরে থাকতে দুই ওপেনারের ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে ফিরেছিলেন এইডিন মার্করাম। এলগারের আফসোসটা তো আরো বড়। সেঞ্চুরি পেলেও ক্যারিয়ারে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরিটা পাওয়া হয়নি মাত্র ১ রানের জন্য। তবে এবার আর কোন ভুল নয়। শতক তুলে নিয়েছেন দুই প্রোটিয়া ওপেনারই।