গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহিলা বিজ্ঞানী ও কর্মকর্তা কল্যাণ সমিতি শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে। ইনস্টিটিউটের অফিসার্স ক্লাব চত্ত্বরে বৃহস্পতিবার দরিদ্র শীতার্থদের মধ্যে এসব কম্বল বিতরন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠাণে প্রধান অতিথি হিসেবে উস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. আমজাদ হোসেন, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) মো. শোয়েব হাসান, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. পরিতোষ কুমার মালাকার, পরিচালক (গবেষণা) ড. মো. লুৎফর রহমান, পরিচালক তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. সাখাওয়াৎ হোসেন, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মদন গোপাল সাহা, সরেজমিন গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আ. সা.ম. মাহবুবুর রহমান খান, বারি বিজ্ঞানী সমিতির (বারিসা) সভাপতি ও সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আককাছ আলী, মহিলা বিজ্ঞানীদের পক্ষে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দীদার সুলতানা ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রুম্মান আরা এবং মহিলা কর্মকর্তাদের পক্ষে প্রটোকল অফিসার মাহবুবা আফরোজ চৌধুরীসহ প্রমুখ বিজ্ঞানী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।