ভাবছি আমি ডাকবে আমায়।।
———————-
আবার যদি পিছু ডাকো উদাস কোন দুপুরে
চোখ ডুবিয়ে মন ভিজিয়ে একান্ত নির্জনে,
শত পাহারা আড়াল করে হাত কলমে চিঠি লিখে
আসতে যদি বলো,জলে ভরা সেই দীঘির ঘাটে!
আমি খুঁজবো তোমায় অন্ধমনে হাত বাড়িয়ে।
খুব কষ্ট হলে হৃদয় যদি ভাসে,আঁখিজলে ডেকো আমায়,
যদি খোলা আকাশ ঘড় হয়
রাত যদি হয় বিষাদ কালো,
তবুও খুশী আবার যদি ডাকো…..।
দীর্ঘশ্বাস তোমার রুক্ষ হৃদয় ছুয়ে
অন্ধকার ঐ বদ্ধঘরে অস্পষ্ট স্বরে ডাকবে আমায় ভাঙতে দেয়াল ভাবছি আমি কখন যেনো।
——————-
জাহিদ শরীফ নাসিম।
ঢাকা: ২০-০১-২০১৮ ইং।