ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের সদরদপ্তরে একজন নারী (NASHIM AGHDAM) বন্দুকধারী হামলা চালিয়েছে। পরে ওই নারী বন্দুকধারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, সে নিজের গুলিতেই মারা গেছে বলে পুলিশের দাবি।গুলিতে অন্তত তিন জন আহত হয়েছেন যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সান ব্রুনো কার্যালয়ে হঠাৎ করে গোলাগুলির শব্দ শোনার পর কর্মীরা দ্বিগ্বিদিক পালাতে শুরু করেন। এরপর পুলিশ সদরদপ্তরের চারদিকে অবস্থান নেয়। বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে, যদিও তাদের অবস্থা সম্পর্কে জানা যায়নি।

ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল জানিয়েছে, ইউটিউব কার্যালয়ে গোলাগুলির খবর পেয়ে তারা একটি তদন্ত শুরু করেছে। ইউটিউবের কার্যালয়ে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। মানুষজনকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। ভবন থেকে দ্রুত পালাতে গিয়েও অনেকে আহত হয়েছেন।

স্থানীয় টেলিভিশনের দেখানো হয়েছে, অনেকে বিভিন্ন ভবন থেকে মাথার ওপর হাত উঁচু করে বেরিয়ে আসছে।ইউটিউবের এই কার্যালয়ে প্রায় ১৭০০ কর্মী কাজ করেন।