ইড়া

আমি শরৎ এর দেশে যাবো,,,
যেখানে আকাশ নীল,,,,
আমি ময়ূরপঙ্খি মেঘ হবো,,,
বকুল তলায় বৃষ্টি হয়ে ঝরবো,,
আমি সহস্র রজনী নির্ঘুম রাত পোহাবো,,,
শুধুই তোমার জন্য।।

আজ আকাশ দেখেছো ইড়া
তোমার মতই সেঝেঁছে,,,
নীল আচলের বুকে ধবধবে সাদা
রজনীগন্ধা ছাঁপা,,,নীল শাড়ী আর
লাল টিপে তোমায় অপরূপ লাগে।।

তোমার খোঁপায় দোলানো
বাসন্তী ফুলের সৌরভে,,
দিক ভুলেছি বহুবার,,,
মাঝেমাঝে মনে হয় আমি
সহস্র শতাব্দী প্রতিক্ষা করেছি
তোমার হরিণী চোখের চাহনির।।

তুমি কি দেখেছো ইড়া মেঘের কান্না!
জানতে চেয়েছ কি ইড়া মেঘ কেন কাঁদে?
কখনও যে প্রশ্ন করোনি,,,,,
শেষ বিকেলে আকাশের রং দেখেছ ইড়া!
তার বুকেও যে রক্ত ঝরে,,,,
গোধূলির মায়া দেখেছ ইড়া!

-আমেনা ফাহিম