করোনাভাইরাস মোকাবিলায় সরকার ঘোষিত ছুটিতে নগরের রাস্তা-ঘাট প্রায় শূণ্য। জনমানবশূন্য সড়কে চলছে হাতেগোনা কিছু রিকশা। বাঁচার তাগিদে রিকশা নিয়েই রাস্তায় বেরিয়েছিলেন এক রিকশাচালক। কিন্তু হঠাৎ তার মৃত্যু হলো সড়কেই। আজ সোমবার সকাল ৮টার দিকে নগরের চকবাজার থানাধীন অলি খাঁ মসজিদ মোড়ে সড়কের উপর প্রাণ গেছে পঞ্চাশোর্ধ্ব ওই রিকশাচালকের। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশা চালিয়ে অলি খাঁ মসজিদ মোড়ে এসে হঠাৎ ‘খারাপ লাগছে’ বলেই মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। পরে থানায় খবর দেওয়া হয়। মৃত ব্যক্তির পাশে কিছু টাকা-পয়সা পড়ে ছিল।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. রিয়াজ উদ্দীন চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অলি খাঁ মসজিদের সামনে ওই রিকশাচালক পড়েছিলেন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।