গাজীপুরের এক পোশাক কারখানায় মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ও হুড়োহুড়িতে কারখানার অন্ততঃ ৫ শ্রমিক আহত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল হামিদ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের জিরানী এলাকাস্থিত নদার্ন ফ্যাশন কারখানার পাঁচতলা ভবনের তৃতীয় তলায় কাটিং সেকশনে আগুনের সূত্রাপাত হয়। মুহুর্তেই আগুন ফেব্রিক্সের গুদামসহ পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। এতে কারখানার কর্মীদের মাঝে আতংক দেখা দিলে তারা হুড়োহুড়ি করে কারখানা থেকে বের হওয়ার চেষ্টা করেন। কারখানার কিছু কর্মী আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। এসময় হুড়োহুড়ি করে নামার সময় এবং আগুন নেভাতে গিয়ে প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম হৃদয় (৩৫) ও কাটিং সেকশনের কর্মী সোহেল (২৭)সহ অন্ততঃ ৫ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, সাভার ইপিজেড ও ডিবিএল ষ্টেশনের মোট ৬টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর রাত সোয়া ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হন। আগুনে কারখানার মেশিনপত্র ও ফেব্রিক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।