গাজীপুরের কালিয়াকৈরে ঈদের দিন এনা পরিবহনের বাসের ধাক্কায় সিএনজি চালিত চালক সহ অটোরিক্সার ৫জন আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার ফ্লাইওভারের পূর্ব প্রান্তে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ দূর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করেছে।

নিহতরা হলেন- পাবনার ঈশ্বরদী থানার মুলাডুলি মধ্যপাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে মেহেদী হাসান রনি (২৪), কুড়িগ্রামের উলিপুর থানার সাদুল্লাপুর হাজীপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের স্ত্রী রেনু বেগম (৫০), গাজীপুরের সদর থানার দক্ষিণ সালনা এলাকার রমিজ উদ্দিনের ছেলে মো. হোসেন (৪৫), জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ি এলাকার খোকা মিয়ার মেয়ে (মেহেদী হাসানের স্ত্রী) সাথী বেগম (২১) এবং কুড়িগ্রামের ভুরুঙ্গমারী থানার পশ্চিম বোডহাট এলাকার মোতালেব হোসেনের ছেলে জাকির হোসেন (২৮)।

হাইওয়ের সালনা (কোনাবাড়ি) থানার ওসি ফিরোজ হোসেন ও স্থানীয়রা জানান, ঈদের দিন (মঙ্গলবার) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার ফ্লাইওভারের পূর্ব প্রান্তে যমুনা কারখানার সামনে ইউটার্ন নিয়ে মহাসড়ক পার হয়ে অপর প্রান্তে যাচ্ছিল। এসময় বেপরোয়া গতিতে উত্তরবঙ্গগামী এনা পরিবহনের একটি যাত্রী বাহী বাস ওই সিএনজি অটো রিক্সাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিক্সার চালক মেহেদী হাসান রনি নিহত হয়।

তিনি জানান, এ ঘটনায় অটোরিক্সারোহী অপর ৫জন আহত হন। স্থানীয়রা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়ার পথে আরো ৪জন মারা যান। আহত একজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করা হয়েছে। পুলিশ দূর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করেছে। তবে এনা পরিবহনের চালক পলিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।