আগামী ২৪ হতে ৩১ জুলাই ২০২২ পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে “৩৫তম কিংস
কাপ সেপাক টাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস ২০২২” অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়নশিপসে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের ১৭ সদস্য বিশিষ্ট জাতীয় সেপাক টাকরো দল অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী সকল দলের থাকা ও খাওয়া বাবদ ব্যয় আয়োজক প্রতিষ্ঠান বহন করবে বলে ফেডারেশনেএক বিজ্ঞপ্তিতে জানিযেছে।

এছাড়া এয়ারিটিকেট ও অন্যান্য যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থ
এবং বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের নিজস্ব তহবিল থেকে বহন
করা হবে। বাংলাদেশ সেপাক টাকরো দল রেগু ইভেন্ট, কোয়াড ইভেন্ট এবং দলগত
ইভেন্টে প্রতিদ্ব›িদ্বতা করবে।

বাংলাদেশ সেপাক টাকরো দল আজ ২২ জুলাই দুপুরদ দেড়টায়  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা থেকে রওয়ানা হয়েছে।

অংশগ্রহণকারীদের নামের তালিকা:
১) মো: ফারুক ঢালী-দলনেতা ও কংগ্রেস প্রতিনিধি, ২) লুৎফুল করিম সোহেল-ম্যানেজার, ৩) শাহাদাৎ হোসেন-সহকারী ম্যানেজার, ৪) মো: মাহমুদুল হাসান রিয়াজ- প্রশিক্ষক, ৫) মো: ফাতিন হামিম রাফি-সহকারী প্রশিক্ষক, ৬) রাকিবুল ইসলাম-খেলোয়াড় , ৭) মো: ইমরান হোসেন-খেলোয়াড়, ৮) সায়িদ হোসেন- খেলোয়াড়, ৯) মো: আজিজুল ইসলাম-খেলোয়াড়, ১০) মো: নয়ন হোসেন-খেলোয়াড়, ১১) মো: রাকিব হোসেন-খেলোয়াড়, ১২) মারুফ হোসেন- খেলোয়াড়, ১৩) জুয়েল রানা-খেলোয়াড়, ১৪) শাকিব হোসেন-খেলোয়াড়, ১৫) মো: আফজাল হোসেন-খেলোয়াড়, ১৬) কাজী ফাহাদুর রহমান-খেলোয়াড় এবং
১৭) মো: ফাইজ আকিফ-খেলোয়াড়।

উল্লেখ্য যে, চ্যাম্পিয়নশিপস চলাকালীন ২৯ জুলাই ২০২২ তারিখে ইন্টারন্যাশনাল
সেপাকটাকরো ফেডারেশনের কংগ্রেস ২০২২ অনুষ্ঠিত হবে। কংগ্রেসে
বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ সেপাক টাকরো
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: ফারুক ঢালী।