এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ৫ হাজার ১০২ কোটি ৭২ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। রোববার (৯ এপ্রিল) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

গত মাসের ২৪ তারিখ থেকে রোজা শুরু হয়েছে। প্রবাসীরা তার আগে থেকেই দেশে পরিজনদের বেশি করে অর্থ পাঠানো শুরু করেছেন। মার্চ মাসে প্রবাসী আয়ে সেটা লক্ষ্য করা গেছে।

মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২১০ কোটি ৭৭ লাখ ডলার। তার আগের মাস ফেব্রুয়ারিতে পাঠিয়েছিলেন ১৫৬ কোটি কোটি লোখ ডলার।

ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে। এজন্য এ বছরের শুরুতে প্রবাসী আয়ে যে ভাটার টান লক্ষ্য করা গিয়েছিল, দুমাস পর থেকেই বাড়তে থাকে। প্রবাসী আয়ের চিত্র বিশ্লেষণ করলে সেটা লক্ষ্য করা যায়।

জানা গেছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম (জুলাই থেকে মার্চ) ৯ মাসে মোট রেমিট্যান্স এসেছে এক হাজার ৬৩০ কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৫২৯ কোটি ডলার। এ বছরের ৯ মাসে বেশি এসেছে ৭৪ কোটি মার্কিন ডলার।