চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ক্ষুদ্র ও প্রান্তিক ১০০০ জন কৃষকদের মধ্যে আমন ধানের বীজ ও সার প্রণোদনা বিতরণ করা হয়। ২০ জুন (মঙ্গলবার) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রণোদানার বিতরণীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু স্বজন কুমার তালুকদার, উপজেলার কৃষি অফিসার ইমরুল কায়েস এর পরিচালনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা উদ্বোধনের মাধ্যমে আজ থেকে কর্মসূচি শুরু হয়েছে।

এ কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থ বছরের খরিপ ২/২০২৩ মৌসুমে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক প্রত্যেক কৃষকদের মাঝে আমন বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি বিনামূল্যে প্রদান করা হয়।

মুবিন বিন সোলাইমান, রাঙ্গুনিয়া চট্টগ্রাম