রাজধানীর কেরাণীগঞ্জের গদারবাগ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

নিহতরা হলেন-সৌদি প্রবাসী মিলনের স্ত্রী জেসমিন রাত্রী (৩০), তার মেয়ে ঈসা আক্তার (১৩), সোহাগ মিয়ার স্ত্রী মিনা আক্তার (২৪) ও তার মেয়ে তাইয়েবা ( ২)।

স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত ৪টার দিকে গোডাউনে আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

প্রতিবেশী মেহেদী হাসান, আগুন লাগার পরেই আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। পানির সংকটের কারণে ফায়ার সার্ভিস বিপাকে পরে।

ঢাকা হেডকোয়ার্টার ফায়ার সার্ভিসের উপ সহকারী এজিএম সামসুজ্জামান বলেন, আগুন নেভাতে ৬ টি ইউনিট কাজ করে। কেরাণীগঞ্জের ২ টি, সদরঘাটের ২টি ও ঢাকা হেডকোয়ার্টারের ২টি ইউনিট এক যোগে আগুন নিভানোর জন্য চেষ্টা চালায়। কেমিক্যালের গোডাউন হওয়ার কারনে আগুন নেভাতে অনেক কষ্ট হয়েছে। আড়াই ঘণ্টা সময় লেগেছে আগুন নিভাতে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশীদ বলেন, কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এই ঘটনায় শিশুসহ ৪ জন মারা গেছেন। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান নিহতদের ২৫ হাজার টাকা ও আহতদের ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেন।