জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ট্রান্সজেন্ডার কমিউনিটি থেকে একজনকে মনোনয়ন দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানীদের সংগঠন ‘বাংলাদেশ পলিটিক্যাল সাইন্স নেটওয়ার্ক (বিপিএসএন)।

রবিবার এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।বিপিএসএনের আহ্বায়ক অধ্যাপক ড হারুন-অর-রশিদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড সাব্বির আহমেদ এক বিবৃতিতে বলেন, “সংবিধানের অনুচ্ছেদ ২৭ এবং ২৮ এর বিধান মতে সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা হয়েছে‌। সেই বিবেচনা থেকে বর্তমান ক্ষমতাসীন সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে যে, ট্রান্সজেন্ডার কমিউনিটি থেকে একজন প্রতিনিধিকে সংসদের সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হোক। এতে করে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমরা বিশ্বাস করি।বিগত দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা লক্ষ করেছি যে রংপুর-৩ আসনে একজন ট্রান্সজেন্ডার কমিউনিটির প্রার্থী আনোয়ারা ইসলাম রানী প্রায় ২৪ হাজার ভোট প্রাপ্ত হন। আমরা অনুরোধ করছি এই প্রার্থীকেই উক্ত কমিউনিটি থেকে সংরক্ষিত আসনে মনোনিত করা হোক।