গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে আরো ৫ বন্দী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় তাদেরকে ওই হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

অসুস্থ বন্দিরা হলো ফেরদৌস (১৮), সিফাত (১৫), তামিম (১৮), মালু মং (১৬), উসাই চিং (১৭)। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ফারুক হোসেন বলেন হাসপাতালে চিকিৎসাধীন রোগিদের মধ্যে একজন ডায়েরিয়ায় আক্রান্ত এবং বাকি চার জনের জ্বর।

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত¡াবধায়ক দেলোয়ার হোসেন বলেন, অনেকে অসুস্থ। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তারিক হাসান শিশু উন্নয়ন কেন্দ্রের অসুস্থ বন্দীদের দেখতে এসেছেন।

এদিকে, বুধবার (১৪ ফেব্রুয়ারি) কিশোর বন্দি মারুফ আহমেদ (১৫) মৃত্যুর ঘটনায় টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের পরিচালক বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেছেন বলে জানান কেন্দ্রের তত্ত¡াবধায়ক দেলোয়ার হোসেন।

সমাজ সেবা অধিদপ্তর উপ-পরিচালক এস এম আনোয়ারুল করীম জানান, বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক কিশোর বন্দী মারা গেছে। আজ কি হয়েছে এসব বিষয়ে তত্বাবধায়ক ভালো বলতে পারবে।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তারিক হাসান বলেন, আমি হাসপাতালে আছি। আমি আগে রোগি দেখি কি হয়েছে। পরে বিস্তারিত জানাবো।

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত¡াবধায়ক দেলোয়ার হোসেন জানান, কিশোর বন্দি মারুফ আহমেদ মৃত্যুর ঘটনায় সমাজসেবা অধিদপ্তর গঠিত তদন্ত কমিটির সদস্যরা বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে আসেন। তদন্ত কমিটির সদস্যরা হলেন সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক সাব্বির ইমাম, সদস্য উপ-পরিচালক রেজাউর রহমান এবং সহকারী পরিচালক মুনতাসির।