এবার গাজায় মানবিক ত্রাণ সহায়তা দিতে যাওয়া জর্ডানের দুটি গাড়িবহরে হামলা চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা।

বুধবার (১ মে) জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকার দিকে যাওয়ার সময় কয়েকজন ইসরাইলি বসতি স্থাপনকারী তাদের দুটি ত্রাণের গাড়িবহরে হামলা চালিয়েছে।

হামলার সময় গাড়ি দুটি বেইত হ্যানউন এবং কারাম আবু সালেম ক্রসিংয়ের দিকে যাচ্ছিল। ত্রাণের আটা, ময়দা, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস বহন করছিল গাড়ি দুটি।

এ ঘটনায় জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণের গাড়িবহরের সুরক্ষা না দিতে পারা ইসরাইলের ব্যর্থতা। গাজায় ত্রাণ সরবরাহ সহজ করা ইসরাইলের দায়িত্ব বলেও জানায় মন্ত্রণালয়।

এদিকে একটি ইসরাইলি আইনি সহায়তা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ত্রাণ সহায়তার গাড়ি বহরে হামলা চালানো চার ব্যক্তিকে ইসরাইলি পুলিশ আটক করেছে।

এর আগে গত মাসের শুরুতে ইসরাইলি হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের অন্তত সাত ত্রাণকর্মী নিহত হন। সূত্র: দ্য গার্ডিয়ান